মাথার ত্বকে চুলকুনি ও সংক্রমণ
ধুলো, দূষণ, রাসায়নিকযুক্ত হেয়ার প্রডাক্ট ব্যবহারের মতো একাধিক কারণে মাথার ত্বকে সংক্রমণ হতে পারে। আমন্ড অয়েলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ এই সংক্রমণ প্রতিরোধ করে। দু’ বড়ো চামচ আমন্ড অয়েলের সঙ্গে এক বড়ো চামচ এক্সট্রা ভার্জিন অলিভ, এক বড়ো চামচ টি ট্রি এসেনশিয়াল অয়েল আর এক বড়ো চামচ মধু মেশান। এই মিশ্রণটা ভালো করে মাথায় মেখে আধ ঘণ্টা রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন।
চুলের ডগা ফাটা ও চুল ওঠা
আপনার চুল কি অতিরিক্ত শুষ্ক? চুল বেশি শুকনো হয়ে গেলে ভঙ্গুর হয়ে যায়, চুলের ডগা ফেটে একসময় চুল উঠতে শুরু করে, এ কথা নিশ্চয়ই জানেন। আজ থেকেই আমন্ড অয়েল লাগাতে শুরু করুন। একটা বাটিতে সমপরিমাণ আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল নিন। এবার চুল সামান্য ভিজিয়ে নিয়ে ওই তেল ভালোভাবে ঘষে ঘষে ভেজা চুলে মেখে নিন। কয়েক মাস সপ্তাহে দু’বার মাখলেই দেখবেন শুকনো, ফাটা চুলের সমস্যা অনেকটাই দূর হয়েছে। এর সঙ্গে সপ্তাহে একদিন মাথায় ও চুলে আমন্ড অয়েল মেখে নিন। এর পর গরমজলে তোয়ালে ভিজিয়ে নিংড়ে সেই তোয়ালেটা মাথায় জড়িয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। নিয়মিত ব্যবহারে চুল ঝলমলে হয়ে উঠবে।
বিবর্ণ চুলের সমস্যায়
নিষ্প্রাণ চুলের সমস্যায় অনেকেই ভোগেন। তাঁদের জন্যও দুর্দান্ত সমাধান রয়েছে আমন্ড অয়েলে। একটা আভোকাডো চটকে তাতে আমন্ড অয়েল মেশান। তারপর চুলে মেখে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। নিয়মিত করতে পারলে চুলের জৌলুস দেখে নিজেই চমকে যাবেন।
সুস্থ ও সুন্দর চুলের জন্য
আমন্ড অয়েল ভিটামিন ই আর অ্যান্টি অক্সিডান্টে ভরপুর। দূষণ বা রাসায়নিকের ক্ষতিকর প্রভাব কমিয়ে চুলের সৌন্দর্য বাড়ায় আমন্ড অয়েল। খানিকটা প্রাকৃতিক হেনা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে তার সঙ্গে তিন বড়ো চামচ আমন্ড অয়েল আর একটা ডিম মেশান। সুগন্ধের জন্য কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেন্স দিন। মিশ্রণটা মিনিট পনেরো রেখে দিন। তারপর চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল রাতারাতি উজ্জ্বল ও মজবুত হয়ে উঠবে।
ভালো অবস্থায় ৭দিনে ফেরত দেয়া যাবে।
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Delectus, suscipit exercitationem accusantium obcaecati quos voluptate nesciunt facilis itaque modi commodi dignissimos sequi repudiandae minus ab deleniti totam officia id incidunt? Reply